![জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/10/abnews-24.bb_129582.jpg)
জয়পুরহাট, ১০ মার্চ, এবিনিউজ : ‘জানবে বিশ্ব জানবে দেশ” দুর্যোগ মোকাবেলায় প্রস্তত বাংলাদেশ’ এই স্লোগানে নানা আয়োজনে জয়পুরহাটে পালিত হলো জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস। এ উপলক্ষ্যে আজ শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান হতে একটি র্যালী বের হয়ে রামদেও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। সেখানে অগ্নিকান্ডে করণীয় মহড়া ও আালোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোকাম্মেল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত ফারজান, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম হক্কানীসহ ফায়ার সার্ভিস কর্মকর্তা ও বিভিন্ন এনজিও প্রধান এবং শিক্ষক-শিক্ষার্থীরা। পরে সেখানে ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয় সম্পর্কে মহড়া অনুষ্ঠিত হয়।
এবিএন/এরশাদুল বারী তুষার/জসিম/তোহা