
হরিপুর (ঠাকুরগাঁও), ১০ মার্চ, এবিনিউজ : উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আজ শনিবার সকালে ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাতীয় দুর্যোগ প্রস্তূতি দিবস-২০১৮ উদযাপন করা হয়।দিবসটি পালন উপলক্ষে র্যালী,আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা এম জে আরিফ বেগের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মুকুল,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নগেন কুমার পাল,জেলা পরিষদের সদস্য জামাল উদ্দিন প্রমুখ।
এবিএন/কবিরুল ইসলাম কবির/জসিম/তোহা