
হরিপুর (ঠাকুরগাঁও), ১০ মার্চ, এবিনিউজ : উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার সকাল ১১টায় হরিপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম মেলার উদ্বোধন করেন। মেলা উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম জে আরিফ বেগের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মুকুল,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নগেন কুমার পাল,জেলা পরিষদের সদস্য জামাল উদ্দিন ও মোসলেম উদ্দিন ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সৈয়দুর রহমান প্রমুখ।
এবিএন/কবিরুল ইসলাম কবির/জসিম/তোহা