ক্ষেতলাল (জয়পুরহাট), ১০ মার্চ, এবিনিউজ : জয়পুরহাটের ক্ষেতলাল থানার নবাগত অফিসার ইনচার্জ আকরাম আলী আজ শনিবার এলাকার আইন সৃংঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন সহ মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে উপজেলা প্রেসক্লাবে মত বিনিময় করেন।
প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম আকন্দ এর সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আলী, সহ-সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান, একরামুল ইসলাম উজ্জল, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, প্রচার ও দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, আনোয়ার সাদাত সুইট প্রমূখ। সভায় ক্ষেতলাল থানা নবাগত অফিসার্স ইনচার্জ আকরাম আলী এলাকার আইন সৃংঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনের সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। সাংবাদিকরা নবাগত ওসিকে স্বাগত জানিয়ে সব ধরনের আশ্বাস প্রদান করেন।
এবিএন/মিজানুর রহমান/জসিম/তোহা