শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সখীপুরে সাংবাদিক মোসলেম আবু শফীর স্বরণসভা

সখীপুরে সাংবাদিক মোসলেম আবু শফীর স্বরণসভা

সখীপুর (টাঙ্গাইল), ১০ মার্চ, এবিনিউজ : টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবের সভাপতি প্রয়াত সাংবাদিক মোসলেম আবু শফীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। আজ শনিবার এ উপলক্ষে পৌর শহরের ধানসিড়ি মিলনায়তনে এক স্বরণসভার আয়োজন করা হয়।

স্বরণসভায় দৈনিক প্রথম আলোর উপজেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক ইকবাল গফুরের সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, অর্থ-সম্পাদক সাইফুল ইসলাম সানি, ক্রীড়া সম্পাদক মোজাম্মেল হক সজল, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম নাহিদ ও আল-রাজিব প্রমুখ বক্তব্য দেন। এর আগে সকালে সখীপুর প্রেসক্লাবের একটি প্রতিনিধি দল প্রয়াত সাংবাদিক মোসলেম আবু শফীর গ্রামের বাড়ি কীর্তনখোলায় গিয়ে পরিবারের সঙ্গে দেখা করে মরহুমের কবর জিয়ারত করেন।

উল্লেখ্য, সাংবাদিক মোসলেম আবু শফী সখীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সরকারি মুজিব কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ছিলেন। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ২০১৫ সালের ১০ মার্চ চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এবিএন/সাইফুল ইসলাম সানি/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত