![দাউদকান্দির প্রফেসর আব্দুর রব আর নেই](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/10/abnews-24.bbbbbbbbbbb_129592.jpg)
দাউদকান্দি (কুমিল্লা), ১০ মার্চ, এবিনিউজ : দাউদকান্দি প্রেসক্লাবের দাতা সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগি প্রফেসর আব্দুর রব আর নেই। গতকাল শুক্রবার রাত সোয় ১০টায় ঢাকার বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আজ শনিবার বাদ আছর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। দাউদকান্দি উপজেলার পেন্নাই গ্রামের মৃত ইউনুস বেপারীর পুত্র প্রফেসর আব্দুর রব চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাকত্তোর ডিগ্রী অর্জন করার পর তিনি দাউদকান্দি উপজেলার বারপাড়া মহিলা কলেজে অধ্যাপনার পাশাপাশি সাংবাদিকতাও শুরু করেন । তিনি দাউদকান্দি প্রেসক্লাবের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
১৯৮৫ সালে শিক্ষকতা পেশায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই বাংলাদেশ ইসলামিক ইংলিশ স্কুল যোগদান করেন এবং দীর্ঘদিন ওই প্রতিষ্টানে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন । পরে তিনি ২০০৮সালে অবসর গ্রহন করে দেশে চলে আসেন। শিক্ষকতা যার নেশা সে কখনো বসে থাকতে পারেনা, তাইতে দেশে এসে বার্ধক্য বয়সেও ভাইস প্রিন্সিপাল হিসেবে গৌরীপুর ভয়েজার ইংলিশ মিডিয়াম স্কুলে যোগদান করেন।
এই মহান মানুষটি দাউদকান্দির সংবাদকর্মীদের কল্যানে দাউদকান্দি প্রেসক্লাবের নামে ঢাকা-হোমনা সড়কের পাশে ০.৫০শতক জমি দান করেন। তাঁর মৃত্যুতে দাউদকান্দি প্রেসক্লাব, দাউদকান্দি অনলাইন প্রেসক্লাব, দাউদকান্দি নাগরিক ফোরাম, তিতাস, মেঘনা ও হোমনা প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
এবিএন/জাকির হোসেন হাজারী/জসিম/তোহা