বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সিরাজগঞ্জে সোলার প্যানেল স্থাপন প্রকল্প অনিশ্চিত
কোম্পানী নিযুক্ত না হওয়ায়

সিরাজগঞ্জে সোলার প্যানেল স্থাপন প্রকল্প অনিশ্চিত

সিরাজগঞ্জে সোলার প্যানেল স্থাপন প্রকল্প অনিশ্চিত

সিরাজগঞ্জ, ১০ মার্চ, এবিনিউজ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে ৭৯৯টি সোলার প্যানেল স্থাপনের প্রকল্প গ্রহণ করা হলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় স্থাপন কোম্পানী নিযুক্ত না হওয়ায় প্রকল্প বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে।

উক্ত উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে প্রকাশ, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের টি আর ও কাবিখা প্রকল্পের আওতায় রায়গঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের ২৯ লাখ ৮৬ হাজার ২৩০ টাকার ১৯৯টি সোলার, টি.আর সাধারণ আওতায় ২২ লাখ ৪০ হাজার ৬৫৭ টাকায় ১৬১টি সোলার ও টি. আর বিশেষ প্রকল্পের ২৬ লাখ ২৪ হাজার ৫শ টাকা ব্যয়ে ২০৪টি সোলার এবং কাবিখা বিশেষ প্রকল্পের ৩১ লাখ ৬ হাজার ২শ টাকা ব্যয়ে ২৩৫ টি সহ মোট ৭৯৯টি সোলার প্যানেল স্থাপন প্রকল্প গ্রহণ করা হয়।

এতে ওই উপজেলায় মোট বরাদ্দ দেয়া হয়েছে ১ কোটি ৯ লাখ ২১ হাজার ৫শ ৮৭ টাকা। এসব সোলার ১৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও আবাসিক বাড়িতে স্থাপন করা হবে। প্রকল্প সমূহে ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয় এখনও সোলার প্যানেল স্থাপনে কোম্পানী নিযুক্ত না করায় এই সোলার প্রকল্প বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে। এ সম্পর্কে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল আখতার এ জনস্বার্থ প্রকল্পে এমন জটিলতার বিষয়টি তিনি স্বীকার করেন।

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত