![বাউফলে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি ও প্রতিবাদ সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/10/abnews-24.bbbbbbbbbbbb_129596.jpg)
বাউফল (পটুয়াখালী), ১০ মার্চ, এবিনিউজ : বাউফলে চীফ হুইপ আ.স.ম. ফিরোজ এমপি কে হত্যা চেষ্টার প্রতিবাদে আজ শনিবার উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ মিনিট কর্মবিরতি পালন ও প্রতিবাদ সভা করা হয়েছে। উল্লেখ্য যে, গত ০৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষন ইউনেস্কো কর্তৃক ঐতিহাসিক ভাষণ হিসেবে স্বীকৃতি পাওয়ায় উপজেলায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিকেলে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত শিক্ষা কমিটির সভায় চীফ হুইপ আ.স.ম. ফিরোজ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত সভায় ধারালো অস্ত্র নিয়ে এক দূষ্কৃতিকারী জোর করে প্রবেশ করার চেষ্টা করলে নিরাপত্তারক্ষী তাকে আটক করে।
এ সময় তার কাছ থেকে একটি রামদা, দুইহাজার টাকা ও গাঁজা উদ্ধার করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ০৮ মার্চ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে উপজেলায় মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। প্রতিবাদ সভায় শিক্ষক কর্মচারীবৃন্দ এ ন্যাক্কার জনক ঘটনায় তীব্র নিন্দা এবং দোষীদের কঠোর শাস্তি দাবী করেন।
এবিএন/দেলোয়ার/জসিম/তোহা