![তালেব হোসেন মেমোরিয়াল একাডেমীর মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/10/2050_129603.jpg)
শিবপুর (নরসিংদী) , ১০ মার্চ, এবিনিউজ : শিবপুর উপজেলার কামারটেক তালেব হোসেন মেমোরিয়াল একাডেমীর শিক্ষার মানউন্নয়নে ছাত্র, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সমন্বয়ে মতবিনিময় সভা ও মেধাবী ২০জন শিক্ষার্থীদের এককালিন বৃত্তি প্রদান অনুষ্ঠান। আজ শনিবার সকাল ১১টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব বিসিএস (প্রশাসন) একাডেমি, মাহ্মুদ হাসান।
প্রধান আলোচক অতিরিক্ত ডিআইজি (সিআইডি) এস এম কামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কর কমিশনার এনবিআর, মোহাম্মদ মোস্তফা, উপজেলা নির্বাহী অফিসার শীলু রায়।
সন্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মহা পরিচালক দুর্নীতি দমন কমিশন নূর আহমেদ, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, প্রফেসর সূর্য্যকান্ত দাস।
অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা রোটারিয়ান বশির আহমেদ বশির। সভায় সভাপতিত্ব করেন তোফাজ্জল হোসেন, উদ্বোধন করেন যোশর ইউপি চেয়ারম্যান রাশেল আহমেদ, স্বাগত বক্তব্য রাখেল অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম মৃধাসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা কমিটি ও এলাকাবাসী।
এবিএন/আনোয়ার হোসেন স্বপন/জসিম/রাজ্জাক