![জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/10/faridpur-pppp_129609.jpg)
ফরিদপুর, ১০ মার্চ, এবিনিউজ : অধ্যাপক ড. জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন কর্মসুুচী পালন করেছে উত্তরণ ফরিদপুর নামের একটি সংগঠন। আজ শনিবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে হামলার প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচীর আয়োজন করে সংগঠনটি। ওই মানববন্ধন কর্মসুচীতে ফরিদপুরের বিভিন্ন সামজিক ও সাংস্কতিক সংগঠন একাত্বতা প্রকাশ করে।
মানববন্ধন কর্মসুচীতে বক্তৃতা করেন প্রবীন সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষ, ফরিদপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অনিমেষ রায়, ফরিদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, সাংবাদিক পান্না বালা আ ন ম ফজলুল হাদী সাব্বির।
বক্তারা এ সময় অধ্যাপক জাফর ইকবালের উপর হামলার তীব্র নিন্দা এবং হামলার সাথে জরিত অপরাধীদের কঠিনতম শাস্তির দাবি জানান।
পরে শহরের সাধারন মানুষের কাছ থেকে হামলার বিরুদ্ধে গন সাক্ষর সংগ্রহ করা হয়। যা তুলে দেয়া হবে অধ্যাপক ড. জাফর ইকবালের কাছে।
এবিএন/কে. এম. রুবেল/জসিম/রাজ্জাক