বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • হোসেনপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

হোসেনপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

হোসেনপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

হোসেনপুর (কিশোরগঞ্জ), ১০ মার্চ, এবিনিউজ : কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ শনিবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘জানবে বিশ্ব জানবে দেশ, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মবিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পদক শাহ মাহবুবুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দিলীপ দে, হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এবিএন/খায়রুল ইসলাম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত