বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ডিমলায় সড়ক র্দূঘটনায় নিহত ১

ডিমলায় সড়ক র্দূঘটনায় নিহত ১

ডিমলা ( নীলফামারী), ১০ মার্চ, এবিনিউজ : গতকাল শুক্রবার সকালে মোটরসাইকেল র্দূঘটনায় গোলাপ নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু ঘঠেছে। গোলাপ নীলফামারী জেলার ডিমলা উপজেলার সদর ইউনিয়নের বাবুরহাট গ্রামের খলিলুর রহমান খলিলের পুত্র।

পারিবারিক সুত্রে জানা যায়, সে ভারায় চালিত একটি মোটরসাইকেলযোগে ডিমলা হতে ডোমার যাওয়ার বাইপাশ রাস্তার পাঙ্গা “চাল্লিশপীড়” মাজার নামক স্থানের ৩’শত গজ পশ্চিমে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে থাকা একটি গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়।

তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে এলাবাসী উদ্ধার করে ডোমার উপজেলা বোড়াগাড়ী হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি দেখে চিকিৎসক দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপালে রেফাড করেন। উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে সদর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবেই দূ:খ জনক সড়ক র্দুঘটনায় ওই কিশোরের মৃত্যুতে এলাকায় যেন এক শোকের ছায়া নেমে এসেছে।

এবিএন/বাদশা সেকেন্দার ভুট্টু/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত