শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ‘মাদক ও চাঁদাবাজ মুক্ত রাজবাড়ী গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন’
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় পুলিশ সুপার মিলি

‘মাদক ও চাঁদাবাজ মুক্ত রাজবাড়ী গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন’

‘মাদক ও চাঁদাবাজ মুক্ত রাজবাড়ী গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন’

রাজবাড়ী, ১০ মার্চ, এবিনিউজ : আমি নতুন এই জেলায় জন্মগ্রহণ করেছি তাই এই জেলা আমার নিজের জেলা, রাজবাড়ীবাসী আমার পরিবার আমি একজন নারী পুলিশ সুপার। রাজবাড়ীতে যোগদান করেছি এই জেলার মানুষকে সেবা দেওয়ার জন্য। আমি আপনাদের সহযোগিতা পেলে এই রাজবাড়ীকে সত্যিকারে মাদক , বাল্য বিবাহ , চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত করতে পারবো আশা করি।

তিনি আরো বলেন, যেকোনো বিষয়ে আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন আমি সবসময় জনগণের পাশে থাকতে চাই। আজ শনিবার বেলা ১১টায় কার্যালয়ের সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপার সিদ্দিকা মিলি (বিপিএম সেবা) রাজবাড়ীতে যোগদানের ৫ম কার্যদিবসে জেলায় কর্মরত প্রিন্ট , ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় বক্তব্যে এ কথা বলেন তিনি।

মত বিনিময় সভা পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মো: রাকিব খান, নবাগত পুলিশ সুপারের মত বিনিময় সভার আলোচনা সম্মুখে জেলার কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিত হন। এ সময় উপস্থিত ছিলেন , সদর থানার ওসি মো. তারিক কামাল ও ডিআই ওয়ান মোঃ জহুরুল ইসলাম।

বক্তব্যে পুলিশ সুপার বলেন, রাজবাড়ীকে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, চাঁদাবাজ, জুয়া মুক্ত করতে আমার যা যা করার প্রয়োজন আমি করবো, শুধু আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করবেন।

মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মো: জহুরুল হক, সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, প্রেস ক্লাবের সহ সভাপতি মোঃ মোশারফ হোসেন, বিটিভি মোঃ সানাউল্লাহ, টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক কাজী আব্দুল কুদ্দুস বাবু, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম হিরন, রাজবাড়ী সাংবাদিক ফোরাম এর সভাপতি খন্দকার রবিউল ইসলাম, সাধারন সম্পাদক দেবাশিস বিশ্বাস, প্রথম আলো এজাজ আহমেদ, দৈনিক আমাদের সময় মোঃ রফিক , নিউজ ২৪ টিভি শামিম আহাম্দেদ, দৈনিক সমকাল শমিত্র শীল, বাংলা নিউজ মোঃ আশিকুর রহমান প্রমুখ

নবাগত পুলিশ সুপার এর কাছে রাজবাড়ী জেলার কিছু বিদ্যমান সমস্যা র কথা তুলে ধরেছেন এবিনিউজ ২৪.কম এর প্রতিনিধি ও রাজবাড়ী সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার রবিউল ইসলাম। ১ মাদক যা শুধু যুব সমাজকেই ধংষ করে না ধংষ করে দেয় একটি পরিবার কে ! ধংষ করে দেয় একটি জাতিকে, এই মাদক হাত বাড়ালেই পাওয়া যায় রাজবাড়ী শহর এলাকা থেকে শুরু করে ইউনিয়ন গুলোতেও তাই সকল মাদক ব্যবসায়ী কে চিন্হত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

২ দৌলতদিয়ায় অবস্থিত বাংলাদেশ র সবচে বড় যৌনপল্লী যে পল্লী ! যে পল্লীতে বাংলা মদ থেকে শুরু করে এমন কোন নেশার মাদকদ্রব্য নেই যা সেখানে পাওয়া যায় না। ৩ রাজবাড়ী ও গোয়ালন্দ পৌর এলাকার মধ্যে ২ টি বাংলা মদের দোকান রয়েছে যা সরকারি লাইসেন্স রয়েছে। তবে এই মদ ব্যবসায়ী রা শুধুমাত্র যাদের খাওয়ার লাইসেন্স আছে তাদের কাছেই মদ বিক্রি করতে পারবে এমন টাই তাদের লাইসেন্স এর সর্থ আছে যত যতদূর জানি।

কিন্তু তারা সেই নিয়ম অমান্য করে কালোবাজারে খাওয়ার লাইসেন্স নেই এমন লোকদের কাছে মদ বিক্রি করে আসছে দীর্ঘ দিন ধরে। যার কারনে খুব সহজেই বাংলা সাধারণ মানুষের কাছে পৌছেঁ যায়। এ সকল মদের দোকান থেকে দৌলতদিয়া যৌনপল্লী তে ২৩ কিলোমিটার দূরে কিভাবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এই মদ নিয়ে যায় এটা কি পুলিশ চোখে পরে না ? ৪ দৌলতদিয়া ফেরি ঘাট যে ঘাট দিয়ে ২১টি জেলার প্রায় ৪হাজারেরও বেসি যানবাহন পারাপার হয়।

এই ঘাটে যে ভাবে প্রতিনিয়ত চাঁদাবাজি করে কারা করে কি ভাবে করে পুলিশের হয়তো অজানা নয় ! কি ভাবে ট্রাক এর ৭৪০ টাকার ১২০০/২০০০ হাজার টাকা করে নেন দালালরা ? ট্রাকের চালকরা নিজেরা টিকিট কাটতে গেলে তাদের কে টিকিট দেওয়া হয় না আবার দালালদের হাতে খেতে হয় মার ট্রাক চালকদের। দালাল ছাড়া যে ঘাটে ফেরির টিকিট পাওয়া যায় না এই সমস্যা গুলির সমাধান করা খুব জরুরী এ ঘাটের চাঁদাবাজি তে অতিষ্ঠ বিভিন্ন যানবাহনের চালক ও সাধারণ মানুষ।

এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত