রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

গোদাগাড়ীতে ইয়াবাসহ যুবক আটক

গোদাগাড়ীতে ইয়াবাসহ যুবক আটক

গোদাগাড়ী, ১০ মার্চ, এবিনিউজ : রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ জাকারিয়া নামে এক যুবককে আটক করেছে ডিবি। আজ শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার চব্বিশনগর এলাকা হতে তাকে আটক করা হয়। আটককৃত জাকারিয়া রিশিকুল ইউনিয়নের পাঁচগাছিয়া গ্রামের মৃত এমাজ উদ্দীনের ছেলে।

রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের এসআই রেজাউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০ টার দিকে উপজেলার রিশিকুল ইউনিয়নের চব্বিশনগর গ্রামের তিন রাস্তার মোড়ে তল্লাশী চালিয় যুবকের পরিহিত লুঙ্গির ভিতর থেকে দুটি পলেথিন প্যাকেট হতে ১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আলতাফ হোসেন বলেন, রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী যাওয়ার সময় সন্দেহজনক একজন যুবককে আটক করা হয়। পরে যুবকের দেহ তল্লাশী করে ১০০ পিচ ইয়াবা পাওয়া যায়। আটককৃত যুবককে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হবে।

এবিএন/শামসুজ্জোহা বাবু/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত