
গোদাগাড়ী, ১০ মার্চ, এবিনিউজ : রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯ টার সময় উপজেলা প্রসাশনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী শাখার সহযোগীতায় ‘জানবে বিশ্ব জানবে দেশ দূর্যোগ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হল রুমে এসে শেষ হয়।
পরে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ নেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়াম্যান ইসহাক।
আরো উপস্থিত ছিলেন, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জজ ( ওসি তদন্ত) আলতাফ হোসেন, প্রকল্প ব্যাস্তবায়ন কর্মকর্তা হাসানুজ্জামান ফৌজদার, গোদাগাড়ী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন মাষ্টার নজরুল ইসলামসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকবৃন্দ প্রমুখ।
এবিএন/শামসুজ্জোহা বাবু/জসিম/রাজ্জাক