![বোদায় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/10/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_129625.jpg)
বোদা (পঞ্চগড়), ১০ মার্চ, এবিনিউজ : ‘জানবে বিশ্ব-জানবে দেশ, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ের বোদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে উদযাপন করা হয়।
আজ শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালীটি উপজেলার পরিষদের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম,
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, ইউ;পি চেয়ারম্যান মো. মশিউর রহমান মানিক, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রবিউল ইসলাম প্রমুখ। এ সময় স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
এবিএন/লিহাজ উদ্দীন মানিক/জসিম/তোহা