গফরগাঁও (ময়মনসিংহ), ১০ মার্চ, এবিনিউজ : ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানাধীন অভিযান চালিয়ে এক বিদেশী পিস্তল উদ্ধার করে পাগলা থানা পুলিশ। ঘটনাটি ঘটে উপজেলার নিগুযারী ইউনিয়নের বেলদিয়া গ্রামে গত শুক্রবার দিবাগত ভোর রাতে ।
থানা সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দিবাগত ভোর রাতে পাগলা থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দের নেতৃত্বে পুলিশ উপজেলার বেলদিয়া গ্রামের খোকন মিয়ার ছেলে একাধিক ডাকাতি মামলার আসামী রায়হান ডাকাতকে ধরতে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রায়হান ডাকাত আমেরিকার তৈরি ৭ বোরের একটি পিস্তল ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ পিস্তলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পাগলা থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, চিহ্নিত ডাকাত রায়হানের নামে একাধিক ডাকাতি মামলা রয়েছে। তাকে ধরতে অভিযান চলালে আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় । পরে তার বাড়ি থেকে বিদেশী পিস্তল উদ্ধার করা হয় ।
এবিএন/নাজমুল হক বিপ্লব/জসিম/তোহা