
গোদাগাড়ী, ১০ মার্চ, এবিনিউজ : রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে অপস্ এন্ড ইন্টিলিজেন্স সেল-৪ এপিবিএন বগুড়া জোনের সদস্যরা। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন- উপজেলার হাতনাবাদ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে বকুল (৩২)।
এপিবিএন এর এসআই আতাউর রহমান জানান, আজ শনিবার সকাল সাড়ে ৭ টার সময় রাজশাহী টু চাঁপাই নবাবগঞ্জ মহাসড়কে হাতনাবাদ এলাকায় বাইসাইকেলে যাওয়ার সময় দাঁড়াতে বললে এক যুবক সাইকেল ফেলে দৌঁড় দিয়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে ধরে তল্লাশী করে একটি ব্যাগে ভর্তি ১ কেজি গাঁজা পাওয়া যায়। গাঁজাসহ বকুলকে আটক করা হয়।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আলতাফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাই থেকে গোদাগাড়ী আসার সময় এক ব্যক্তিকে সন্দেহজনক মনে হলে দাঁড়াতে বললে দৌঁড় দিয়ে পালানোর সময় সে ব্যক্তিকে আটক করা হয়। পরে তল্লাশী করে একটি ব্যাগে ভর্তি অবস্থায় গাঁজা পাওয়া যায়। আটককৃত যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হবে।
এবিএন/শামসুজ্জোহা বাবু/জসিম/রাজ্জাক