![ব্রাহ্মণবাড়িয়ায় ১৩৫ মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/10/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_129631.jpg)
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া), ১০ মার্চ, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আনুষ্ঠানিকভাবে ১৩৫ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়েছে। আজ শনিবার সকালে নুর ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার কুট্টা পাড়া বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহাম্মেদ। উক্ত অনুষ্ঠানে নুর ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব মোঃ নুর মিয়া সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত, বাংলাদেশ কৃষি ব্যাংক এর সাবেক জিএম মোঃ শাহজাহান, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজ উদ্দিন ভূইয়া, মুক্তিযোদ্ধা এ,আই মনোয়ার উদ্দিন মদন, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ হোসেন আলী, প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম। প্রধান অতিথির মেধাবী শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রদান করে উৎসাহিত করার জন্য নুর ফাউন্ডেশনের মহতি উদ্যোগ কে স্বাগত জানিয়ে কোমলমতি শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন তোমাদের মত সেই ছোট্ট খোকাই একদিন এই দেশটাকে স্বাধীন করেছিল, সেই খোকা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
এবিএন/আব্দুল হান্নান/জসিম/তোহা