বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মাদার তেরেসা পদক পেলেন পটিয়ার ওয়ার্ড কাউন্সিলর

মাদার তেরেসা পদক পেলেন পটিয়ার ওয়ার্ড কাউন্সিলর

মাদার তেরেসা পদক পেলেন পটিয়ার ওয়ার্ড কাউন্সিলর

পটিয়া (চট্টগ্রাম), ১০ মার্চ, এবিনিউজ : মহিয়সী নারী মাদার তেরেসা গোল্ড মেডেল ২০১৮ইং পদক পেলেন পটিয়া পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আবদুল খালেক।

এ উপলক্ষে গত ৮ মার্চ ঢাকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ ঝমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পদক প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান মিঞা কাছ থেকে এ পদক গ্রহণ করেন পটিয়া পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল খালেক।

এ উপলক্ষে ঝমকালো আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আতাউল্লাহ খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান মিঞা।

বিশেষ অতিথি ছিলেন- ভাষা সৈনিক রেজাউল করিম, ভাষা সৈনিক লায়ন সামশুল হুদা, একুশে পদক প্রাপ্ত প্রফেসর ড. কামাল উদ্দিন আহমদ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডাঃ শহিদুল্লাহ সিকদার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি শহিদুল হারুন, অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত অর্থ সচিব ম্যাজিষ্ট্রেট আলহাজ্ব রোকন-উদ-দৌলা।

আরো উপস্থিত ছিলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশর সরকারের অতিরিক্ত সচিব তপন কুমার নাথ, বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের উপদেষ্ঠা কর্নেল অবসর আশরাফ আলদ্বীন, জাগো বাঙালি চেয়ারম্যান মেজর অবসর ডা. শেখ হাবিবুর রহমান, আইএনবি সংবাদ সংস্থার চেয়ারম্যান ব্যারিষ্টার জাকির আহমদ, প্রফেসর নুর জাহান বেগম প্রমুখ।

এ স্বর্ণপদক গোল্ড মেডেল পটিয়া পৌরসভার সফল কাউন্সিলর আবদুল খালেক পাওয়ায় তার এলাকার লোকজন উচ্ছাসিত এবং তাকে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।

এবিএন/সেলিম চৌধুরী/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত