![পঞ্চগড়ে জাতীয় দূর্যোগ প্রস্ততি দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/10/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_129644.jpg)
পঞ্চগড়, ১০ মার্চ, এবিনিউজ : “জানবে বিশ্ব জানবে দেশ.দুর্যোগ মোকাবেলায় প্রস্তত বাংলাদেশ” এই স্লোগান নিয়ে পঞ্চগড়ে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম,পুলিশ সুপার মোহাম্মদ গিয়াস উদ্দীন আহমদ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোহাম্মদ গোলাম আজম,অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়,
পঞ্চগড় ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার নিরঞ্জন সরকার,এনজিও পরস্পরের নির্বাহী পরিচালক আকতারুন নাহার সাকী, ব্র্যাকের জেলা প্রতিনিধি একে আজাদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মির্জা আবুল কালাম দুলালসহ ফায়ার সার্ভিস,বিভিন্ন এনজিও প্রতিনিধি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। র্যালী শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে পঞ্চগড় করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনে ফায়ার সার্ভিস কর্মীরা দুর্যোগ বিষয়ক মহড়া প্রদর্শন করে।
এবিএন/ডিজার হোসেন বাদশা/জসিম/তোহা