বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • পঞ্চগড়ে ২ দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

পঞ্চগড়ে ২ দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

পঞ্চগড়ে ২ দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

পঞ্চগড়, ১০ মার্চ, এবিনিউজ : ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে পঞ্চগড়ে ২ দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। আজ শনিবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম ও পঞ্চগড় পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহম্মেদ। এসময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বোরহান উদ্দীনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পঞ্চগড় সদর উপজেলা প্রশাসন এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর যৌথভাবে এই মেলার আয়োজন করে। মেলায় পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২৫টি স্টলে তাদের উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে অংশ নেয়। মেলায় ক্ষুদে বিজ্ঞানী শিক্ষার্থীরা তাদের নিজেদের উদ্ভাবনী বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করে। মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন,জেলা প্রশাসক ও পুলিশ সুপার। পরিদর্শন শেষে সরকারি অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এবিএন/ডিজার হোসেন বাদশা/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত