![কিশোরগঞ্জে ছাত্রীকে ছুরিকাঘাত, অভিযুক্ত পলাতক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/10/shafayet_abnews_129650.jpg)
কিশোরগঞ্জ, ১০ মার্চ, এবিনিউজ : কিশোরগঞ্জে ঈশাখাঁ ইউনিভার্সিটির এক ছাত্রীকে একই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছাত্র মো. ইমরান পলাতক রয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ শনিবার বিকালে শহরের খড়মপট্টি এলাকায়।
পুলিশ ও অন্যান্য সূত্রে জানা গেছে, আইন বিভাগের শেষ বর্ষের ছাত্রীটির সাথে প্রেমের সম্পর্ক ছিল ব্যবসায় প্রশাসন বিভাগের শেষ বর্ষের ছাত্র মো. ইমরানের। সম্প্রতি তাদের মাঝে মনোমালিন্য হয়। এর পর থেকে ইমরান তাকে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল।
আজ শনিবার বিশ্ববিদ্যালয় থেকে রিক্সাযোগে শহরের হারুয়া এলাকার নিজ বাসায় ফেরার পথে শহরের খড়মপট্টি এলাকায় ইমরান তাকে রিকসা থেকে নামানোর চেষ্টা করে। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ইমরান শহরের নগুয়া এলাকার রতন মিয়ার ছেলে বলে জানা গেছে।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবু শামা মো. ইকবাল হায়াত জানান, অভিযুক্ত ছাত্র ইমরানকে ধরার চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এবিএন/শাফায়েতুল ইসলাম/জসিম/এমসি