শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

শৈলকুপায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

শৈলকুপায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ঝিনাইদহ, ১০ মার্চ, এবিনিউজ : “জানবে বিশ্ব জানবে দেশ, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

শৈলকুপা উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়া। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা।

শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রহমান।

এবিএন/যবনিকা/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত