![আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ উন্নয়ন হয় : এমপি সোহেল হাজারী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/10/pic-kalihati-10-3-18_129669.jpg)
টাঙ্গাইল, ১০ মার্চ, এবিনিউজ : টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ উন্নয়ন হয়। সারা দেশের ন্যায় কালিহাতীতে উন্নয়ন হচ্ছে। কালিহাতীকে আধুনিক উপকার গড়াতে সকলের সহযোগিতা নিয়ে আমি কাজ করে যাচ্ছি। মাত্র কয়েক মাসে কালিহাতীতে ব্যাপক উন্নয়ন কাজ করা হয়েছে।
আজ শনিবার বিকালে উপজেলা গোহালিয়াবাড়ি ইউনিয়নের শ্যামশৈল চর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ধলেশ্বরী নদীর বাম তীরে ১৭ কোটি ৯০ লাখ টাকার ১৪৯৩ মিটার সি.সি ব্লক ধারা প্রতিরক্ষা ব্যাবস্থা কাজের শুভ উদ্বোধন কালে জনসভায় প্রধান অতিথি বক্তব্যে এমপি সোহেল হাজারী এ কথা বলেন।
উদ্বোধন অনুষ্ঠানে গোহালিয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী তালুকদারের সভাপতিত্বে ও ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুলতান ফকিরের সঞ্চলনায়, বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী শাজাহান সিরাজ, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, উপজেলা কমিনিটিং পুলিশের সাধারন সম্পাদক আসলাম ভূ্েট্টা প্রমুখ।
এমপি সোহেল হাজারী আরো বলেন, কয়েক মাস আগে এমপি হয়েছি। যদি ৫ বছরের এমপি থাকতাম তাহলে কালিহাতীতে একটি রাস্তাও কাঁচা থাকতো না। বাকি কয়েক মাসের মধ্যে কালিহাতী প্রতিটি রাস্তা পাকা করন করা হবে। তিনি বলেন, আমি একজন ছোট মানুষ আপনাদের সন্তান আমি কোন আওয়ামী লীগের বড় নেতা নই মন্ত্রী নই।
সংসদে কালিহাতীর জন্য গ্যাস চেয়েছি,যমুনা নদীর বাঁধ রোধে কথা বলেছি। হাসিনার নেতৃত্বে যমুনা নদীর বাঁধ নির্মান হবে। ইতিমধ্যে কালিহাতী ফায়ার সার্ভিস নির্মান হচ্ছে। এলেঙ্গা ও বল্লাতেও ফায়ার সার্ভিস হবে। কালিহাতীতে বড় বড় নেতা ছিল তারা ভাবতেন বড় বড় বিষয় নিয়ে। আমি একজন ছোট কর্মী আপনারা ভোট দিয়েছিলেন বলে আজ সংসদে বড় বড় কথা বলতে পারছি। শতশত কোটি টাকার কাজ করতে পারছি।
এমপি সোহেল হাজারী আরো বলেন, জোকার চর নদীর ওপর ৭০ কোটির কাটার ব্রীজ নির্মাণ হচ্ছে, সল্লা নদীর ওপর আরেকটি ব্রীজ নির্মান হচ্ছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে চার তালা ভবন নির্মান হচ্ছে।
তিনি আরো বলেন, এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি। তাই কালিহাতীর চলমান উন্নয়নের ধারা অব্যহত রাখতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের কোন বিকল্প নেই। তিনি আরও বলেন নৌকা হচ্ছে উন্নয়নের প্রতিক।
নৌকায় ভোট দিলে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে। আর সেজন্য আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান তরুন এই সংসদ সদস্য সোহেল হাজারী।
সোহেল হাজারী বলেন, স্থানীয়রা তাকে কাছে পেয়ে তাদের দু:খ-সুখের কথা বলেন। এলাকার উন্নয়নের জন্য কাজ ও মানুষের সেবা করার জন্য আপনাদের দোয়া চাই। কালিহাতীতে উন্নতি আরও বেশি করে চাই। সেজন্য আওয়ামী লীগ সরকার বার বার দরকার।
এবিএন/তারেক আহমেদ/জসিম/রাজ্জাক