![রংপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/11/road-accident@abnews24_129682.jpg)
রংপুর, ১১ মার্চ, এবিনিউজ : রংপুরের মিঠাপুকুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ১০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আজ রবিবার সকাল ৭টায় মিঠাপুকুরের ইসলামপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোয়াজ্জেম হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী হিমেল পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বালির ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের ২ যাত্রী নিহত হন। পরে ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত ২ জনের মরদেহ বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
এবিএন/সাদিক/জসিম/এসএ