শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
পরিবারে চলছে শোকের মাতম

সদরপুরে ভবন ধসে আহত স্কুলছাত্র শাহেদের মৃত্যু

সদরপুরে ভবন ধসে আহত স্কুলছাত্র শাহেদের মৃত্যু

সদরপুর(ফরিদপুর) , ১১ মার্চ, এবিনিউজ : ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের লোহারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয় সংলগ্ন ফরিদপুর জেলা পরিষদের পরিত্যক্ত ভবন ধসে আহত স্কুলছাত্র শাহেদ ফকির চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

আজ রোববার সকাল ৭টার দিকে রাজধানী ঢাকার বক্ষব্যধি হাসপাতালে তার মৃত্যু হয়। শাহেদ ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ও লোহারটেক গ্রামের উজ্জল ফকিরের বড় ছেলে। সাহেদের ছোট বোন ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেনির ছাত্রী এবং আরও এক ভাই শিশু।

গতকাল শনিবার দুপুরে উপজেলার লোহারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি পরিত্যক্ত ভবন ধসে দুই ছাত্র আহত হয়। এরমধ্যে শাহেদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে চরভদ্রাসন হাসপাতালে নেওয়া হয়ল সেখানে অবস্থার অবনতি হতে থাকায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। চিকিৎসার সার্বিক দায়িত্বভার নিয়েছিলেন ফরিদপুর জেলা বেগম উম্মে সালমা তানজিয়া।

আজ রোববার সকালে সাহেদের পরিবারে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহিন খানের সাথে যোগাযোগ করা হলে তিনি সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শাহেদ মারা যায় বলে এ প্রতিবেদককে নিশ্চিত করেন।

মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সাহেদের পরিবারের মাঝে হাহাকার নেমে আসে। শোকার্ত হয়ে পড়ে তার বিদ্যালয়ের সহপাঠীরা। বিদ্যালয়ের শিক্ষকসহ শিক্ষার্থীরা সাহেদের শোকার্ত বাড়িতে রয়েছে।

এ ঘটনায় ফরিদপুর জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া, সদরপুর উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজন গভীর শোক প্রকাশ করেছেন। অপরদিকে আহত অন্যশিক্ষার্থী মোঃ উজ্জল মাতুব্বর সুস্থ রয়েছে বলে জানিয়েছেন তার পরিবার।

এবিএন/মোঃ সাব্বির হাসান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত