শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • নিখোঁজ স্কুল ছাত্রীর মরদেহ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার

নিখোঁজ স্কুল ছাত্রীর মরদেহ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার

নিখোঁজ স্কুল ছাত্রীর মরদেহ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার

গাজীপুর, ১১ মার্চ, এবিনিউজ : কালীগঞ্জে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ স্কুল ছাত্রীর মরদেহ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

গতকাল শনিবার রাত পৌণে ১১টার দিকে কালীগঞ্জ পৌর এলাকার ভাদার্ত্তী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিখোঁজ স্কুল ছাত্রী সানজিদা খাতুন (৮)। সে স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল। নিহত সানজিদা ভাদার্ত্তী গ্রামের পারভেজ মিয়ার মেয়ে।

টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরী জহির উদ্দিন জানান, শনিবার দুপুরে ভাদার্ত্তী গ্রামের সানজিদা খাতুনসহ ৩ শিশু বাড়ির পাশে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে সানজিদা শীতলক্ষ্যা নদীতে ডুবে নিখোঁজ হয়। পরে এলাকাবাসী তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে খবর দেয়। পরে রাত পৌণে ১১টার দিকে শীতলক্ষ্যা নদী থেকে সানজিদার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এবিএন/অালমগীর হোসেন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত