বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ড. হাকীম রফিকুল ইসলাম স্মরণে হামদর্দ কারখানায় শোকসভা

ড. হাকীম রফিকুল ইসলাম স্মরণে হামদর্দ কারখানায় শোকসভা

ঢাকা, ১১ মার্চ, এবিনিউজ : হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের মোতাওয়াল্লী ও সিনিয়র পরিচালক মার্কেটিং, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টি, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল এবং জার্নাল কমিটির সদস্য, হামদর্দ পাবলিক কলেজের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ড. হাকীম রফিকুল ইসলাম-এর মৃত্যুতে এক শোকসভা ও দোয়া হামদর্দ আধুনিক কারখানা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

শোকসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা এবং হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হামদর্দের মোতাওয়াল্লী ও উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন ভূঁইয়া রাসেল, পরিচালক অর্থ ও হিসাব মোঃ আনিসুল হক, পরিচালক উৎপাদন মিহির চক্রবর্তী, মোতাওয়াল্লী ও পরিচালক মানবসম্পদ উন্নয়ন ডাঃ হাকীম নার্গিস মার্জান, পরিচালক বিক্রয় হাকীম সাইফ উদ্দিন মুরাদ, মরহুমের ২ ছেলে সাইফুল ইসলাম (সুজন) ও শরিফুল ইসলাম (রাজন), পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, হামদর্দ আধুনিক কারখানার কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকবৃন্দ।

শোকসভায় আলোচকবৃন্দ মরহুমের দীর্ঘ কর্মময় জীবনের ওপর আলোচনা কালে বলেন ড. রফিকুল ইসলাম সারা জীবন মেহনতী মানুষের অধিকারের কথা ও সাম্যের কথা বলেছেন। হামদর্দ কারখানাকে আধুনিকায়ন ও উৎপাদিত ওষুধের মানউন্নয়নে তিনি নিরলস পরিশ্রম করেছেন। হামদর্দে দীর্ঘ ২৮ বছর কর্মময় জীবনের শেষ দিন পর্যন্ত তিনি হামদর্দের জন্য ও মানবতার জন্য কাজ করে গেছেন। হামদর্দের উন্নয়নে তার অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে তাঁর আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত