![জাতীয়করণসহ ১১ দফা দাবিতে আখাউড়ায় শিক্ষক সমাবেশ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/11/sova_abnews_129726.jpg)
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া), ১১ মার্চ, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আজ রবিবার সকালে পৌরশহরের সড়ক বাজারে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি আখাউড়া উপজেলা শাখার উদ্যোগে সমাবেশে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত প্রায় ২শ’ শিক্ষক-শিক্ষিকা অংশ নেয়।
আখাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী মো. তারেক বলেন, জাতীয়করণ না হওয়ায় আমরা, টাইম স্কেল, উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতাসহ সরকারী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। এতে শিক্ষকেরা মানবেতর জীবন যাপন করছে। অবলিম্বে আমাদের চাকুরী জাতীয়করণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
আখাউড়া শিক্ষক সমিতির সভাপতি কাজী মো. তারেকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক কাজী ইকবাল, শিক্ষক আজিজুর রহমান, গিয়াস উদ্দিন, আবুল হাসান, আলমগীর হোসেন, জাকির হোসেন প্রমুখ।
এবিএন/হান্নান খাদেম/জসিম/এমসি