![জয়পুরহাটে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/11/current_abnews_129727.jpg)
জয়পুরহাট, ১১ মার্চ, এবিনিউজ : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছেলোবেলো ও বরণ আদর্শ গ্রামের দুই শতাধিক পরিবারের মাঝে প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে ৬ কিলোমিটার লাইন নির্মাণ করে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।
আজ রবিবার দুপুরে বরণ আদর্শ গ্রামে এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট সামসুল আলম দুদু।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পাঁচবিবি পল্লী বিদ্যুত সমিতির ভারপ্রাপ্ত ডিজিএম আলমগীর হোসেন, পল্লী বিদ্যুত সমিতি পরিচালক খলিলুর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মাছুদা বেগম ঝর্না, আটাপুর ইউপি সদস্য এনামুল হক, ইউনিয়ন আওয়মী লীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী সরকার প্রমুখ।
এবিএন/এরশাদুল বারী তুষার/জসিম/এমসি