রাজবাড়ী, ১১ মার্চ, এবিনিউজ : রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের গোপালপুর হযরত শাহ জঙ্গী (রহঃ) দরগাহ শরীফ এলাকায় অভিযান পরিচালনা করে ০১টি ওয়ান শুটার গান সহ মোঃ দেলোয়ার মোল্লা (২৪) নামের একজনকে আটক করেছে র্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।
আটককৃত দেলোয়ার মোল্লা মুলঘর ইউনিয়ন পাড়সাদিপুর গ্রামের মৃত আঃ খালেক মোল্লার ছেলে।
জানা যায় গতকাল রাত আনুমানিক ০৩টার সময় র্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে এর একটি আভিযানিক দল ঐ এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র সহ ঐ সন্ত্রাসীকে আটক করে।
উল্লেখ্য, উক্ত দরগাহ শরীফে ১০ দিন ব্যাপী চলমান ওরস শরীফ উপলক্ষে আয়োজিত বিচার গান অনুষ্ঠানে গোপনে অস্ত্র নিয়ে অবস্থান করলে তার গতি-বিধি সন্দেহ জনক মনে হওয়ায় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অনুষ্ঠানে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে প্রথমে তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় একটি দেশীয় তৈরী সক্রিয় ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় র্যাব বাদী হয়ে অস্ত্র আইনে ০১টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এবিএন/ খন্দকার রবিউল ইসলাম/জসিম/নির্ঝর