![দুর্গাপুরে রাষ্ট্রভাষা দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/11/abnews-24_129733.jpg)
দুর্গাপুর (নেত্রকোনা), ১১ মার্চ, এবিনিউজ : জেলার দুর্গাপুরে রাস্টভাষা দিবস উপলক্ষে দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজ‘র আয়োজনে কলেজ শিক্ষার্থীদের নিয়ে আলোচনা বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ রবিবার দুপুরে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার এর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে অন্যদের মধ্যে আলোচনা করেন, প্রফেসর মোঃ লিয়াকত আলী, মোঃ আবু সাদেক, মোঃ শাশীম আহমেদ, দিলোয়ারা বেগম, মোঃ আব্দুল্লাহ আল মামুন, গৌতম মল্লিক, মোঃ আসাদুজ্জামান, মোহাম্মদ মাহবুবুল আলম, মোঃ আকবর আলী আকন্দ প্রমুখ।
আলোচনায় অধ্যক্ষ ফারুক বলেন, ধর্মীয় মতবাদের উপর দেশভাগের পর পাকিস্তানিরা উর্দুকে রাস্ট্রভাষা করতে বাংলা ভাষার উপর চাপ সৃষ্টি করে, যার ফলেই জন্ম হয় ভাষা আন্দোলনের। ভাষার জন্য বাঙালির আন্দোলন ধীরে ধীরে এসে দাঁড়ায় বিশ দশকে। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে প্রথম সফল গণবিস্ফোরণের স্মৃতি উজ্জ্বল করে রাখতে ১৯৪৯ সালের ১১ মার্চ পালিত হয় ‘রাষ্ট্রভাষা দিবস’। তা চলে ১৯৫১ সাল পর্যন্ত। এ ভাষার ইতিহাস ও গুরুত্ব নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য সকলকে আহবান জানান।
এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/তোহা