![দুর্গাপুরে ৩১টি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মবিরতী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/11/abnews-24.b_129734.jpg)
দুর্গাপুর (নেত্রকোনা), ১১ মার্চ, এবিনিউজ : জেলার দুর্গাপুরে বেসরকারী শিক্ষক-কর্মচারী কমিটির কেন্দ্রীয় কর্মসুচী অনুযায়ী শিক্ষা ব্যবস্থা জাতীয় করণসহ ১১ দফা দাবীতে আজ রবিবার থেকে উপজেলার ৩১টি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মবিরতী শুরু করেছে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক এ কে এম ইয়াহিয়া বলেন, চলমান আন্দোলনের অংশ হিসাবে আজ থেকে টানা ৩দিন ক্লাশবর্জনসহ আমাদের এ কর্মসুচী চলবে। এর পরেও যদি সরকার আমাদের দাবী না মেনে নেন, কেন্দ্রীয় কর্মসুচী অনুযায়ী স্কুল বর্জন, সচিবালয় ঘেড়াও, আ-মরন অনশন সহ কঠোর কর্মসুচীতে অংশ নেবো।
এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/তোহা