![শ্রীমঙ্গলে প্রাথমিক শিক্ষা পদকের সনদ বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/11/abnews-24.bb_129736.jpg)
শ্রীমঙ্গল, ১১ মার্চ, এবিনিউজ : জাতীয় প্রাথমিক শিক্ষাপদক ২০১৭ তে শ্রীমঙ্গল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম তালুদার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জয়নাল আবেদিন টিটো।
২০১৭ সালের জাতীয় প্রাথমিক শিক্ষাপদকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠরা হলেন শ্রেষ্ঠ সহকারি শিক্ষা অফিসার মোহাম্মদ আলী, শ্রেষ্ঠ বিদুোৎসাহী সমাজকর্মী ইসমাইল মাহমুদ (সভাপতি, এসএমসি, শ্রীমঙ্গল পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয়), শ্রেষ্ঠ এসএমসি সভাপতি ডা. হরিপদ রায় (সভাপতি, এসএমসি, দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়), শ্রেষ্ঠ শিক্ষক জহর তরফদার (প্রধান শিক্ষক, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়), শ্রেষ্ঠ শিক্ষিকা কাঞ্চন রানী সরকার (প্রধান শিক্ষক, কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়), শ্রেষ্ঠ কাব শিক্ষক দিনমনি দেবনাথ (সহকারী শিক্ষক, তিতপুর সরকারি প্রাথমিক বিগ্যালয়), শ্রেষ্ঠ বিদ্যালয় এবং ঝড়েপড়া রোধে শ্রেষ্ঠ বিদ্যালয় ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/তোহা