![আন্তর্জাতিক সেমিনারে ইবি শিক্ষক ড. লোকমান](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/11/abnews-24.bbb_129737.jpg)
ইবি (কুষ্টিয়া), ১১ মার্চ, এবিনিউজ : ভারতের প্রখ্যাত আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যপী আন্তর্জাতিক সেমিনারে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. লোকমান হোসেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন। গত ৩ ও ৪ মার্চ ‘HUMAN VALUES IN WORLD RELIGIONS’ (বিশ্ব ধর্মসমূহে মানব মর্যাদা) শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. তারিক মনসুররের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্বভারতীয় বিষ্ণু পরিষদের প্রেসিডেন্ট শ্রী স্বামী হরি প্রসাদ জি, প্রফেসর বশির আহমদ খান ও প্রফেসর এ.আর কিদওয়ায়ী। সেমিনারে কী-নোট উপস্থাপন করেন মাওলানা হাসান হাবিব।
প্রধান অতিথি ড. লোকমান তার বক্তব্যে বলেন,“সৃষ্টিকর্তা প্রতিটি মানব সন্তানকে স্বাধীনতা দিয়ে সম-মর্যাদায় সৃষ্টি করেছেন। বংশ বা জাতি হিসেবে পরস্পরের মধ্যে মর্যাদায় কোন তারতম্য হতে পারে না। তবে কর্মের কারণে কেউ অধম বা উত্তম বিবেচিত হতে পারে।”
এছাড়াও সেমিনারে তৃতীয় পর্বে ড. লোকমান ‘HUMAN VALUE IN ISLAM AND JUDISM: A COMPARATIVE STUDY’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন ও চূড়ান্ত পর্বে সভাপতিত্ব করেন।
এবিএন/অনি আতিকুর রহমান/জসিম/তোহা