![গফরগাঁওয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/11/abnews-24.bbbbb_129739.jpg)
গফরগাঁও (ময়মনসিংহ), ১১ মার্চ, এবিনিউজ : ময়মনসিংহের গফরগাঁওয়ে পাঁচ কেজি গাঁজাসহ বাদশা মিয়া(৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ময়মনসিংহ র্যাব-১৪ এর একটি দল। গতকাল শনিবার রাতে ময়মনসিংহ র্যাব-১৪ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাদশা মিয়াকে আটক করে । এসময় তার বসত ঘর থেকে করে ৫ কেজি গাজা উদ্ধার করা হয় । গতকাল রবিবার বাদশা মিয়াকে মাদক আইনে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়।
থানা সুত্রে জানা যায়, উপজেলার পাগলা থানাধীন মশাখালী রেলক্রসিং এলাকার বাসিন্দা বাদশা মিয়া দীর্ঘদিন যাবত গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ব্যবসা করে আসছিল। গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ র্যাব-১৪ এর একটি দল অভিযান চালিয়ে বাড়ি থেকে বাদশা মিয়াকে আটক করে। এ সময় বাদশা মিয়ার বসত ঘরে তল্লাসী চালিয়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত গাঁজাসহ বাদশা মিয়াকে পাগলা থানা পুলিশের কাছে সোপর্দ করে র্যাব।
পাগলা থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, মাদক আইনে মামলা দিয়ে বাদশা মিয়াকে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এবিএন/নাজমুল হক বিপ্লব/জসিম/তোহা