![লালপুরে সড়ক দুর্ঘটনায় আহত কলেজ ছাত্রের মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/11/abnews-24.bbbbbb_129740.jpg)
লালপুর (নাটোর), ১১ মার্চ, এবিনিউজ : সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ৪ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে গতকাল দিবাগত রাত ১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিমুল (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সে লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও ঈশ^রদী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ১ম বর্ষের ছাত্র।
সূত্রে জানা যায়, গত বুধবার (০৭ মার্চ) শিমুল সহ ৩ জন মোটর সাইকেল যোগে উপজেলার লালপুর থেকে গোপালপুর যাবার পথে শিমুলতলা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের ধাক্কা দেয়। বাকী দু’জন প্রাথমিক চিকিৎসায় সুস্থ হলেও গুরুতর আহতাবস্থায় শিমুলকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিমুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৪ দিন পর রোববার রাতে তার মৃত্যু হয়।
এবিএন/মোয়াজ্জেম হোসেন/জসিম/তোহা