![সিরাজগঞ্জে স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/11/abnews-24.bbbbbbbbbb_129746.jpg)
সিরাজগঞ্জ, ১১ মার্চ, এবিনিউজ : সিরাজগঞ্জ সদর উপজেলার একডালা রতনকান্দি গ্রামের একটি পরিতাক্ত্য ঘর থেকে আনোয়ারুল ইসলাম (১৩) নামে এক স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের মেনহাজ আলী ছেলে ও স্থানীয় হাই স্কুলের ষ্ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
সিরাজগঞ্জ সদর থানার এসআই চাঁদ আলী জানান, উক্ত স্কুল ছাত্র আনোয়ারুল গতকাল শনিবার সন্ধ্যা রাতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। আজ রবিবার সকালে স্থানীয়রা ওই গ্রামের একটি পরিতাক্ত্য ঘরের তীরের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনার এখনও কোন কারণ জানা যায়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা