শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বড়াইগ্রামে খোলামাঠ থেকে যুবকের লাশ উদ্ধার

বড়াইগ্রামে খোলামাঠ থেকে যুবকের লাশ উদ্ধার

বড়াইগ্রাম (নাটোর), ১১ মার্চ, এবিনিউজ : নাটোরের বড়াইগ্রামে খোলা মাঠ থেকে আনিসুর রহমান (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার দুপুর ১টার দিকে উপজেলার চান্দাই ইউনিয়নের সাতৈল বিল থেকে তার লাশটি উদ্ধার করা হয়। সে সাতৈল গ্রামের মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য ফরজ আলীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য কামরুজ্জামান স্বপন পরিবারের বরাত দিয়ে জানান, আনিসুর রহমান শনিবার রাত ১০টার দিকে গ্রামের মোডের মুদি দোকানে বসে সর্বশেষ আড্ডা দিয়েছে। এরপর তার আর কোন খবর পাওয়া যায়নি।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান বলেন, দুপুর ১টার দিকে আনিসের লাশটি খোলা মাঠে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়ে। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। তিনি আরো বলেন, নিহতের মাথার পেছনে এবং মুখের থুতনীর নিচে জখমের চিহ্ন আছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।**

এবিএন/আশরাফুল ইসলাম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত