![সিরাজগঞ্জে ভার্কের প্রকল্প সমাপণী সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/11/sirajgoang_abnews24_129754.jpg)
সিরাজগঞ্জ, ১১ মার্চ, এবিনিউজ : সাউথ এশিয়া ওয়াশ রেজাল্ট প্রজেক্টের আওতায় সিরাজগঞ্জের রায়গঞ্জে ভার্কের প্রকল্প সম্পাণী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরের দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
ওয়াটার এইড বাংলাদের সহযোগিতায় ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এর বাস্তবায়ন করে। সভায় বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, ভার্ক রায়গঞ্জের প্রজেক্ট ম্যানেজার শামীম খান, প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ। সভায় পরিষদ সদস্য, ইমাম প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, ওয়াটশন কমিটর সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন। এ প্রকল্প কার্যক্রমে ওই ইউনিয়নের প্রায় ১০ হাজার পরিবার উপকৃত হয়েছে বলে জানানো হয়েছে।
এবিএন/এস,এম তফিজ উদ্দিন/জসিম/রাজ্জাক