![বোয়ালখালীতে প্রশাসনের প্রস্তুতি সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/11/abnews-24.bbbbbbbbbbbbb_129755.jpg)
বোয়ালখালী (চট্টগ্রাম), ১১ মার্চ, এবিনিউজ : বোয়ালখালীতে আসন্ন ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনের উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ফোরকান এলাহী অনুপমের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতাউল হক, ভাইস চেয়ারম্যান কাজী ওবাইদুল হক হক্কানী, উপজেলা আওয়ামীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হিমাংশু কুমার দাস রানা, ওসি তদন্ত মাহবুবুল আলম আকন্দ, মুক্তিযোদ্ধা আহমদ হোসাইন, এস,এম সেলিম, জাসদ সভাপতি মনির উদ্দীন খান,
আওয়ামীলীগ নেতা রেজাউল করিম বাবুল, প্যানেল মেয়র এস.এম মিজানুর রহমান, কাউন্সিলর শামীম আরা বেগম, পল্লী বিদ্যুৎ বোয়ালখালীর জোনাল ম্যানেজার সাখাওয়াত হোসেন, ইউপি চেয়ারম্যান এস.এম জসিম, বেলাল হোসেন, আবদুল মান্নান মোনাফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আশরাফ উদ্দীন, সমবায় কর্মকর্তা রাসেল চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইউনুচ, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা ইয়াছমিন আকতার, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিএন/রাজু দে/জসিম/তোহা