শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
logo

মেলান্দহে শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ-সমাবেশ

মেলান্দহে শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ-সমাবেশ

মেলান্দহ (জামালপুর), ১১ মার্চ, এবিনিউজ : জামালপুরের মেলান্দহে ১১ মার্চ রোববার বেলা ১১টায় স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের চাকরী জাতীয়করণসহ ১১দফার দাবীতে বিক্ষোভ মিছিল-সমাবেশ করে। মিছিলটি উমির উদ্দিন পাইলট স্কুল মাঠ থেকে বের হয়ে মেলান্দহ বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ করেছে। সমাবেশ চলাকালে আন্দোলনকারীদের সাথে একাত্বতা ঘোষণা করে বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান আলহাজ একেএম হাবিবুর রহমান চাঁন, জেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মফিজ উদ্দিন, মেলান্দহ কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি অধ্যক্ষ এসএম আনছার আলী, উপজেলা সভাপতি আ: সোবহান বিএসসি, সাধারণ সম্পাদক কফিল উদ্দিন বিএসসি, শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির আহবায় মোহন তালুকদার প্রমুখ। এরপর ইউএন’র কাছে স্মারকলিপি পেশ করা হয়।

এবিএন/মো: শাহ্ জামাল/জসিম/এজেএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত