শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
আবহাওয়া ভালো থাকলে বাম্পার ফলনের আশা

বিজয়নগরে মুকুলে মুকুলে ভরে গেছে লিচু বাগান

বিজয়নগরে মুকুলে মুকুলে ভরে গেছে লিচু বাগান

ব্রা‏হ্মণবাড়িয়া, ১১ মার্চ, এবিনিউজ : ব্রা‏হ্মণবাড়িয়ায় বিজয়নগরে লিচু বাগানে মুকুলের সমারোহ, আশানুরুপ লিচুর আশায় রয়েছে এখানকার কৃষককুল। বর্তমান সময়ে বাগান গুলোতে পরির্চযা কাজে ব্যস্থ সময় পার করেছে কৃষক। এবছর সময় উপযোগি আবহাওয়া, বৃষ্টিপাতের ফলে প্রতিটি বাগানের লিচু গাছে পর্যাপ্ত পরিমাণে মুকুল এসেছে। যাহা চোখে পড়ার মতো। লিচু বাগান গুলো যেন এক সৌন্দর্য্যতা ধারণ করেছে।

এবছর বিজয়নগরে পর্যাপ্ত লিচু উৎপাদন হবে বলে স্থানীয় কৃষকরা ধারণা করছেন। লিচু গাছে মুকুলের সমারোহ দেখে লিচু চাষিরা অনেক আনন্দিত। গত বছর এ অঞ্চলে লিচু উৎপাদন তেমন না হওয়ায় কৃষকরা অনেক লোকসানে ছিল বলে অনেকেই জানিয়েছেন। তবে এবছর লিচুর মুকুলে দেখে আশার স্বপ্ন বুনছে লিচু চাষিরা। এ এলাকার লিচু অন্যান্য এলাকার লিচুর চেয়ে সুস্বাদু ও রসালো হওয়ায় এর কদর একটু বেশি। এখাকার লিচু সারা দেশের সুনাম খ্যাতি রয়েছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বিজয়নগরে লিচুর সুনাম রয়েছে।

আশি দশকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকায় লিচু চাষ শুরু হয়। ক্রমান্বয়ে এ অঞ্চলে লিচু চাষ দিন দিন বেড়েই চলছে। এবছর বিজয়নগের লিচু আবাদ হয়েছে ৩০০ হেক্টর জমিতে। উৎপাদিত লিচুর মধ্যে রয়েছে বোম্বে, পাটনা,চায়না থ্রী উল্ল্যেখযোগ্য। চারা রোপনের কয়েক বছর পর পরই গাছে ফলন লিচু আসে। গুনগতমান ভাল ও বিষমুক্ত হওয়ায় এর কদর দিন দিন বৃদ্ধি পায় স্থানীয় চাহিদা মিটিয়েও দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করা হয় এই এলাকার লিচু।

সেজামুড়া গ্রামের লিচু চাষি সালমান জানান, এবার লিচু বাগানের ছোট বড় সব ধরনের গাছেই মুকুল এসেছে পর্যাপ্ত পরিমানে। ভিটি দাউদপুর গ্রামের লিচু চাষি ওয়াহাব মিয়া বলেন, আবহাওয়া ভাল থাকায় লিচুর মুকুল খুব সুন্দর ভাবে ধরছে। যদি প্রাকৃতিক কোন প্রকার দূর্যোগ লিচুর গাছের উপর কোনো প্রভাব না ফেলে তাহলে লিচুর ফলন অনেক ভাল হবে। আমরা আমাদের এ ফসল উৎপাদনের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখি। আবহাওয়া ভালো থাকলে লিচুর বাম্পার ফলনের সম্ভবনার কথা জানিয়েছেনে লিচু ব্যবসায়ী ও স্থানীয় কৃষকরা।

বিজয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মসকর আলী জানান, এবছর লিচুর মুকুল ভালো দেখাচ্ছে। আমরা আমাদের সকল ধরনের প্রস্তুতি সহ কৃষকদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে আসছি। প্রতিটি লিচু বাগানে আমাদের কৃষি উপসহকারি অফিসারগণ সর্বদায় তদারকি করছেন। তবে এ বছর লিচুর ফলন সন্তুষ্টজনক হবে বলে আমরা আশা রাখি। বিশেষ করে যদি প্রাকৃতিকভাবে লিচু গাছের উপর কোন প্রভাব না ফেলে তাহলে বিজয়নগরে লিচুর ভালো ফলনের সম্ভবনা রয়েছে।

এবিএন/এস.এম.জহিরুল আলম চৌধুরী টিপু/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত