শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ৩৯ বিদেশীর মুক্তি

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ৩৯ বিদেশীর মুক্তি

কক্সবাজার, ১১ মার্চ, এবিনিউজ : বিনা অনুমতিতে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ চেষ্টার অভিযোগে আটক করা ৩৯ বিদেশী নাগরিককে ছেড়ে দিয়েছে পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, বিকাল চারটার দিকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তারা যুক্তরাষ্ট্র, জাপান, ফ্রান্স, তুরস্ক, মালয়েশিয়া, হল্যান্ড ও ডেনমার্কসহ বিভিন্ন দেশের নাগরিক।

এর আগে আজ রবিবার দুপুরে উখিয়ার শহীদ এ টি এম জাফর আলম সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) মালভিটা এলাকায় তল্লাশি চৌকি থেকে তাদের আটক করা হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল জানান, ট্যুরিস্ট ভিসায় আসা এ বিদেশীরা রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাসহ কর্মরত। তবে আটককৃতরা কোন কোন দেশের নাগরিক তা এখনো জানা যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, রোববার বেলা ১২টার দিকে মালভিটা এলাকার তল্লাশি চৌকিতে বেশ কয়েকজন বিদেশির পার্সপোটসহ বিভিন্ন কাগজপত্র দেখে ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে তাদের অবস্থান নিশ্চিত হওয়া যায়। পরে বিনা অনুমতিতে রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ চেষ্টার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাদের উখিয়া থানায় নিয়ে আসা হয়েছে।

তিনি বলেন, ‘আটকরা আন্তর্জাতিক সংস্থাসহ বিভিন্ন বেসরকারি সংস্থায় রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত। তারা ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে অবস্থান করলেও কোনো ওয়ার্ক পারমিট নেই।’

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত