![নাসিরনগরে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতৃবর্গের মতবিনিময় সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/11/b.baria_abnews24_129791.jpg)
নাসিরনগর (ব্রাহ্মনবাড়িয়া), ১১ মার্চ, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনে উপ -নির্বাচন উপলহ্মে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বি এম ফরহাদ হোসেন সংগ্রামের নির্বাচনী সমাবেশের অংশ হিসেবে নাসিরনগরের বিভিন্ন পেশাজীবী সংগঠনের সাথে গতকাল শনিবার সকাল ১১ ঘটিকার সময় স্থানীয় আধুনিক হাসপাতালের নীচতলায় এক মতবিনিয় সভা করতে আসেন বাংলাদেশ কেন্দ্রিয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম,ডাকসুর সাবেক ভিপি আক্তারুজ্জামান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সাবেক কেন্দ্রিয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক অজয় কর খোকন, রিয়াজুল কবির কাউছার,ছাত্রনেতা গোলাম রব্বানী চিনু, ইসহাক আলী খান পান্না, লিয়াকত শিকদার, কামরুজ্জামান আনসারী প্রমুখ।
উপ নির্বাচনের প্রার্থী বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নাসিরনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি আদেশ চন্দ্র দেব, বাংলাদেশ সাংবাদিক সমিতি নাসিরনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর বণিক সমিতির সভাপতি মিহির কুমার দেব দলিল লেখক সমিতির সভাপতি মোঃ নুর হোসেন মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি মোঃ আতাউর রহমান গিলমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অরবিন্দু গোপ,স্বর্ণ শিল্পালয় সমবায় সমিতির সভাপতি মিহির দেব, পি,টি আই মার্কেটের ব্যবসায়ী মোঃ হুমায়ুন কবির ভূইয়া, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি মহেন্দ্র চন্দ্র দাস, মহিলা পরিষদ নাসিরনগর শাখার সভাপতি চন্দ্র শেখর কর্মকার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হামিদ মাষ্টার,
শিক্ষক নেতা প্রদীপ কুমার দেবনাথ, প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, মৎস্যজীবি সমবায় সমিতির নেতা সমীর চন্দ্র, নাসিরনগর সি, এন, জি (অটোরিক্সা) সমিতির নেতা আমদু মিয়া, এড মীর রাসেল,এডঃ শামসেই তাব্রীজ, এডঃ মুজিবুর রহমান এডঃ মহিউদ্দিন চৌধুরী শরীফ. এড: জাহাঙ্গীর আলম,
পূজা উদযাপন পরিষদের আহবাযক অসীম চন্দ্র পাল, কলেজ শিক্ষক সমিতি নেতা অধ্যাপক মাঈন উদ্দিন আহমেদ, নাসিরনগর মাক্রোবাস সমিতির নেতা আশরাফ মিয়া, বীর মুক্তিযোদ্ধা জুয়েল মিয়া, বীর মুক্তিযোদ্ধ স্বপন রায, পরিবহন সমবায় সমিতির নেতা জিনু মোল্লা, বাজার ব্যবসায়ী সমিতির নেতা রতন দেব, বিশিষ্ঠ সমাজ সেবক মীর বশির আহমেদ, ব্যবসায়ী মিল মালিক সমিতির নেতা মনুরঞ্জন গোপ ও কার্তিক দেব, ঔষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি বিধু ভূষণ চৌধুরী, ব্যবসায়ী নেতা আব্দুল বাকির,
মৎস্যজীবি নেতা বাবু বিনোদ দাস, শিক্ষক নেতা তাপস কিশোর রায়, মহিলা পরিষদ নেত্রী পুতুল রানী দাস, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজা উদ্দিন আহমদ লিটন, সহ উপজেলার বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রায় শতাধিক নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় আগামী ১৩ মার্চ নাসিরনগর উপ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বি এম ফরহাদ হোসেন সংগ্রামকে বিজয়ী করতে পেশাজীবী সংগঠনের নেতাদের আহবান জানান কেন্দ্রিয় নেতৃবৃন্দ।
এবিএন/আব্দুল হান্নান/জসিম/তোহা