বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

তিতাসে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ আহত-৮

তিতাসে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ আহত-৮

তিতাস(কুমিল্লা), ১১ মার্চ, এবিনিউজ : কুমিল্লার তিতাস উপজেলায় দুই ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষে উভয় পরিবারের ৮জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে উপজেলার কদমতলী গ্রামে। আহদেরকে স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করেছে।

স্থানীয়দের সুত্রে জানা যায় ওই গ্রামের মৃত আরাই বেপারীর ছোট ছেলে মো.নজরুল ইসলাম তারই বড় ভাই মাইনুদ্দিনের সীমানায় খড়ের কারী দিলে এতে বাধা দেয় ভাতিজী রুজিনা। এ নিয়ে চাচা ভাতিজীর কথা কাটাকাটির এক পর্যায় দুই পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় উভয় পরিবারের ৮জন আহত হয়। আহতরা হলো নজরুল ইসলাম (৪৫), আনোয়ারা(৪০), আনিছ(১১), অষ্টম শ্রেণীর ছাত্রী মনি আক্তার(১৪), রুজিনা(৩২), শিখা(২৫), নুপুর(১৭) ইনতিজা(৫০)। আহতরা তিতাস হাসপাতালে ভর্তি আছে। এ ঘটনায় উভয় পক্ষের মামলার প্রস্তুতি চলছে।

এবিএন/কবির হোসেন/জসিম/এজেএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত