অভয়নগর (যশোর), ১১ মার্চ, এবিনিউজ : যশোরের অভয়নগর উপজেলার ব্যবসায়ী মোকাম নওয়াপাড়ায় কয়লার দূষণ থেকে মুক্তি পেতে নওয়াপাড়াবাসী সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ রোববার সকালে নওয়াপাড়াবাসীর ব্যানারে নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজে সেবক ও প্রাক্তন ইউপি চেয়ারম্যান শাহ আশরাফউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- নওয়াপাড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও যশোর জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক মোস্তফা ফারুক আহমেদ, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মল্লিক, পৌর কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আবদুল ওয়াদুদ, যশোর পল্লী বিদ্যুৎ সমিতির নওয়াপাড়া এলাকার পরিচালক এসএম ফারুক আহমেদ, জাসদ নেতা জাকির হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এস জেড মাসুদ তাজ, সমাজেসেবক সাঈদ শিকদার, তাপস কুন্ডু, আসাদুজ্জামান প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে। পরে নওয়াপাড়া পুরাতন বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, সোমবার কয়লার দূষণ থেকে মুক্তি পেতে অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি পেশ করা হবে এবং আগামী ২০ মার্চের মধ্যে বিষাক্ত কয়লা নওয়াপাড়ার লোকালয় থেকে স্থানান্তরিত করা না হলে কঠোর কর্মসূচি প্রদান করা হবে।
এবিএন/মো: সেলিম হোসেন/জসিম/এজেএ