![বড়াইগ্রামে পাটোয়ারী ক্লিনিকের কোষাধ্যক্ষকে অপহরণের অভিযোগ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/11/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_129800.jpg)
বড়াইগ্রাম (নাটোর), ১১ মার্চ, এবিনিউজ : নাটোরের বড়াইগ্রাম উপজেলা সদর বনপাড়া থেকে পাটোয়ারী ক্লিনিকের কোষাধ্যক্ষ সাবেক বিডিআর সদস্য গোলাম হোসেন স্বাধীনকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠছে। এ বিষয়ে অবহৃতের স্ত্রী তাসলিমা বেগম থানায় লিখিত জিডি দাখিল করলেও এ বিষয়ে মুখ খুলছে না পুলিশ। ফলে বিষয়টি নিয়ে ধু¤্রজাল সৃষ্টি হয়েছে।
গোলাম হোসেন স্বাধীন লালপুর উপজেলার গোপালপুর খাঁ পাড়ার মৃত মঞ্জুর হোসেনের ছেলে। তিনি বিডিআর-এ কর্মরত থাকা কালীন ২৫ ফেব্রুয়ারী বিডিআর বিদ্রোহের ঘটনায় অভিযুক্ত হয়ে চাকুরী হারায়। এরপর ২০১৬ সালে বনপাড়া পাটোয়ারী ক্লিনিকে কোষাধ্যক্ষ পদে যোগদান করেন। একই সাথে উপজেলার হারোয়া এলাকায় শ্বশুর বাড়িতে বসবাস শুরু করেন। পাটোয়ারী ক্লিনিকে মালিক বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
অপহৃতের স্ত্রী তাসলিমা বেগম বলেন, আমার স্বামী শনিবার রাত ৯টার দিকে ক্লিনিকে দায়িত্ব শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে গোপলপুর রোডের মাথায় ভ্যানের জন্য অপেক্ষা করছিলেন। এসময় একটি মাইক্রোবাস তার অদুরে থেমে একজন নেমে এসে স্বাধীনকে বলেন “স্যার আপনার সাথে কথা বলবেন ” চলেন মাইক্রোর কাছে। তিনি মাইক্রোর কাছে গেলে পেছন থেকে ধাক্কা দিয়ে গাড়ীতে তুলে নিয়ে পাবনার দিকে চলে যায়। এরপর থেকে তার ফোনও বন্ধ এবং কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। তিনি আরও বলেন, বিষয়টি রাতেই থানায় লিখিত ভাবে জানিয়েছি।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খানকে এ বিষয়ে প্রশ্ন করা হলে বলেন, আমি এখন কোন মন্তব্য করবো না। জিডি নিয়েছেন কি-না এমন প্রশ্নেও তিনি একই কথা বলেন।
ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, স্বাধীন তার ডিউটি শেষে বাড়ি যাবার পথে নিখোজ হয়েছে শুনেছি। ঠিক কেন এমনটা হলো তা বোঝা যাচ্ছে না।
এবিএন/আশরাফুল ইসলাম/জসিম/তোহা