![ভালুুকায় শিমুল হত্যার বিচার দাবিতে মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/11/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_129806.jpg)
ভালুকা (ময়মনসিংহ), ১১ মার্চ, এবিনিউজ : ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা-ঘাটাইল সড়কে বগাজান বাজার চৌরাস্তায় আজ রবিবার সকালে শিমুল হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসি।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বগাজান গ্রামের রফিকুল ইসলাম রফিকের ছেলে সিরাজুল ইসলাম শিমুল ভালবেসে একই উপজেলার নিশিন্ধা গ্রামের আবুল হাশেমের মেয়ে সুমি আক্তারকে বিয়ে করে।
বিয়ের পর থেকেই আবুল হাশেমের পরিবার শিমুলকে মেনে নিতে পারেনি। ২৩ ফেব্রুয়ারী শিমুলকে উপজেলার নিশিন্দায় শশুরবাড়িতে ডেকে নিয়ে নাড়িকেল গাছের সাথে বেধে শরীরে আগুন ধরিয়ে দেয়। আশেপাশের লোকজন টের পেয়ে আগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে শিমুলকে প্রথমে ভালুকা ও পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়।
৮ মার্চ বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় শিমুল মারা যান। নিহতের বিচারের দাবিতে এলাকাবাসী ওই মানববন্ধন করে। মানববন্ধনে শিমুল হত্যার বিচার চেয়ে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, সাবেক ইউপি মেম্বার হেলাল উদ্দিন ও মামুন অর রশিদ প্রমুখ ।
এবিএন/জাহিদুল ইসলাম খান/জসিম/তোহা